ব্রাহ্মণবাড়িয়ায় আকমল (২৮) নামে জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত আকমল নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার মো. দিদারুল আলম জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি হত্যা মামলায় ২০২০ সালের ১২ ডিসেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন। মামলাটি এখনও আদালতে বিচারাধীন আছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে আকমল। পরে তাকে কারাগারের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে স্ট্রোক উল্লেখ করেছেন চিকিৎসক।

আজিজুল সঞ্চয়/আরআই