ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের ১৬তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। লটারিতে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ মে ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) সম্মেলন কক্ষে ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়। যেখানে মোট ১০১ জন বিজয়ীর চালান নম্বর ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান শিকদার। এপ্রিল মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত চালানের ওপর ভিত্তি করে এ লটারির ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেই হিসেবে পুরো এপ্রিল মাসে ইএফডি যন্ত্র ব্যবহার করে যারা কেনাকাটা করেছেন, তাদের কেনাকাটার চালানপত্র কূপন হিসাবে লটারিতে ব্যবহার করা হয়।

এবারের ইএফডি লটারিতে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত নম্বর হলো- 001022IBBWHDG855।

দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বর হলো- 003022IYFKIQF422।

তৃতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বরগুলো হলো- 

000122ZVOPTMD123

000122GHUNSFW503

000322ZTLJKZZ005

002022BXPLBTM055

001822NJSYWJZ462

লটারির ড্রয়ের ফল এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া তিন কার্যদিবস পর পত্রিকায় প্রকাশ করা হবে। পুরস্কার প্রাপ্তিতে সমস্যা হলে ০১৯৬৩৬৩৬৫৫৪ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে এনবিআর।

ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৯ সালের ২৫ আগস্ট ইএফডির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

ইএফডি হলো আধুনিক হিসাবযন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের (ইসিআর) উন্নত সংস্করণ। এ যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন বা বিক্রির তথ্য জানতে পারছে এনবিআর। এর মধ্যে কত অংশ ভ্যাট তা জানা যায়। ফলে ভ্যাট ফাঁকি বন্ধ হচ্ছে এবং আদায় বাড়ছে। ব্যবসাপ্রতিষ্ঠানের দৈনিক লেনদেনের তথ্য তদারকিতে এনবিআরের সার্ভারের সঙ্গে সফটওয়্যারের মাধ্যমে সংযুক্ত থাকে ইএফডি মেশিন। এজন্য সার্ভার স্থাপন করা হয়েছে।

২০২১ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ৪ হাজার ৫৭৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বসিয়েছে এনবিআর।

লটারিতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন

আরএম/আরএইচ