সবজিতে কিছুটা স্বস্তি
ছুটির দিনে কিছুটা স্থিতিশীল সবজির বাজার। নতুন করে কোনো সবজির দাম বাড়েনি। দাম যে একেবারে কম, তা নয়। কিন্তু হুটহাট আকাশ ছোঁয়া দাম না বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।
অন্যদিকে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। চাল, ডাল, পেঁয়াজ ও রসুন গত সপ্তাহের দামে বিক্রি হলেও এই বাজারে স্বস্তি নেই ক্রেতাদের। তারা বলছেন, এসব পণ্য আগে থেকেই অতিরিক্ত দামে কিনতে। দাম না কমা পর্যন্ত বাজারে স্বস্তি ফিরবে না।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ জুন) হাতিরপুল, শান্তিনগর ও রামপুরা কাঁচাবার ঘুরে এসব তথ্য জানা যায়।
সবজির খুচরা বাজারের তথ্য অনুযায়ী, প্রতিকেজি বেগুন ৫০ টাকা, পটল ৩০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, কাঁচামরিচ ৫০ টাকা, ঢেঁড়স ২০ টাকা, টমেটো ১০০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, উস্তে ৫০ টাকা, কাকরল ৩০ টাকা, চিচিঙ্গা ২০-৩০ টাকা, আলু ২৫ টাকা, ধনিয়াপাতা ২০০ টাকা, শসা ৭০ টাকা, করলা ৬০ টাকা, ধুন্দুল ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
এছাড়া প্রতি পিস লাউ ৪০ টাকা, দুই আটি লাল শাক ২৫ টাকা ও প্রতি আটি পালং শাক ২৫ টাকা করে বিক্রি হচ্ছে।
দামের বিষয়ে শান্তিনগর কাঁচাবাজারের সবজি বিক্রেতা সেলিম হোসেন বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আমরা পাইকারি বাজার থেকে আগের দামেই সবজি কিনে নিয়ে আসছি। তাই দাম স্থিতিশীল রয়েছে।
হাতিরপুল বাজারে সবজি কিনতে আসা সুজন বলেন, অন্যসব পণ্যের তুলনায় সবজির বাজার কিছুটা স্থিতিশীল। তবে দাম যে একেবারে কম, তা বলা যাবে না। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সবজির দাম হুটহাট করে বাড়েনি, এটাই স্বস্তি।
এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা বাজারের তথ্য অনুযায়ী প্রতি কেজি দেশি রসুন ৮০ টাকা, আমদানি করা রসুন ১৪০ টাকা, দেশি আদা ১২০ টাকা, আমদানি করা আদা ১২০ টাকা, দেশি পেঁয়াজ ৪০ টাকা, দেশি মসুরের ডাল ১৪০ টাকা, আমদানি করা মসুরের ডাল ১২০ টাকা, মিনিকেটে চাল ৭০ টাকা, নাজিরশাইল চাল ৭৫ টাকা, পাইজাম ৫৫ টাকা ও বিআর-২৮ চাল ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
রামপুরা বাজারে সপ্তাহের বাজার করতে আসা মো. গোলাম হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আমাদের জন্য অস্বস্তি ছাড়া ভালো কিছু নেই। চাল, তেল থেকে শুরু করে সব পণ্যের দাম আমাদের সাধ্যের বাইরে।
এমএসি/এমএইচএস