চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে সাতটি মোটরসাইকেল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৮ জুলাই) রাতে ভারতের মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য পুনের একটি শোরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ জানায়, চার্জ দেওয়ার সময় আগুন লেগে অন্তত সাতটি বৈদ্যুতিক মোটরসাইকেল পুড়ে গেছে। পুনের গঙ্গাধাম এলাকায় একটি ই-বাইক শোরুমে রাত ৮টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। 

আরও পড়ুন>> অনুমোদন দিলেও মোটরসাইকেল চালনায় বিআরটিএর নিরুৎসাহ!

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। অতিরিক্ত চার্জ হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে।  

আরও পড়ুন>> মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের সুপারিশ বিআরটিএর

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু বলা হয়নি। মোটরসাইকেলগুলো কোন ব্র্যান্ডের ছিল সে তথ্যও জানা যায়নি।

জেডএস