আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমাও গণনা হবে ক্রয়মূল্যে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বিনিয়োগ সীমার (এক্সপোজার লিমিট) মতো আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমাও ক্রয়মূল্যে গণনা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ সীমা গণনা করা হয় বাজারমূল্যে।
রোববার (১৪ আগস্ট) আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সীমা বাজারদরের পরিবর্তে ক্রয়মূল্যে (কস্ট প্রাইস) গণনার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে সই করেছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আমির উদ্দিন।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনাকে পুঁজিবাজারের জন্য ইতিবাচক বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য আরও একটি সুসংবাদ দিল।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের পুঁজিবাজারে বিনিয়োগের ঊর্ধ্বসীমা (এক্সপোজার লিমিট) নির্ধারণের ক্ষেত্রে তালিকাভুক্ত শেয়ার, ডিবেঞ্চার, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট ও পুঁজিবাজারে অন্যান্য নিদর্শনপত্রে বিনিয়োগ হিসাবায়নের ক্ষেত্রে বাজারমূল্যের পরিবর্তে ক্রয়মূল্য বিবেচনা করতে হবে, যা অবিলম্বে কার্যকর করা হবে।
বিজ্ঞাপন
এর আগে, গত ৪ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্ট থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি অন্য কোম্পানির শেয়ার ধারণের হিসাবায়নে পুঁজিবাজারে বিনিয়োগের ঊর্ধ্বসীমা (এক্সপোজার লিমিট) নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের ক্রয়মূল্যকেই ‘বাজারমূল্য’ হিসেবে বিবেচনা করতে হবে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তার মোট মূলধনের ২৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবে না। সহযোগী প্রতিষ্ঠানসহ এটি হবে সর্বোচ্চ ৫০ শতাংশ।
এমআই/আরএইচ