এক দিনে ১০ কোম্পানির শেয়ারে মুনাফা ৪৪৬ কোটি টাকা
বড় ধরনের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৫আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হওয়া ৩৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩৪টি প্রতিষ্ঠানের।
দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির শেয়ারধারী বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ৪৪৬ কোটি ৪৪ লাখ ১০ হাজার ৫৩ টাকা। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
ডিএসই সূত্র জানায়, বুধবার ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৯ হাজার ২৯৯কোটি ৫৮ লাখ ৯৮ হাজার টাকা। সেখান থেকে ২৩৪টি কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এসব কোম্পানির বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ৩ হাজার ৯৪০ কোটি ৭৮ লাখ ২৪ হাজার টাকা। এতে বৃহস্পতিবার লেনদেন শেষ বিনিয়োগকারীদের মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ২৪০কোটি ৩৭ লাখ ২২ হাজার টাকায়। এর মধ্যে দাম বাড়ার শীর্ষে থাকা ১০ কোম্পানিরই শেয়ারহোল্ডারদের মুনাফা হয়েছে ৪৪৬ কোটি ৪৪ লাখ ১০ হাজার ৫৩ টাকা।
দাম বাড়ার শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড একটি। এ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। অর্থাৎ দাম বৃদ্ধির সর্বোচ্চ সার্কিট ব্রেকার অতিক্রম করেছে। বুধবার সর্বশেষ লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দাম ছিল ৪৫ টাকা। সেখান থেকে ৪ টাকা ৫০ পয়সা বেড়ে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪৯ দশমিক ৫০ পয়সা। তাতে কোম্পানিটির ১১ কোটি ৭০ লাখ ৩১ হাজার ২০০টি শেয়ারের মুনাফা হয়েছে ৫২ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ৪০০ টাকা।
বিজ্ঞাপন
দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারের দাম বুধবারের তুলনায় বৃহস্পতিবারে বেড়েছে ২০ টাকা। অর্থাৎ বুধবার সর্বশেষ লেনদেন হয় ২০০ টাকায়। বৃহস্পতিবার সর্বশেষ লেনদেন হয়েছে ২২০ টাকা। তাতে কোম্পানিটির ২ কোটি ৩ লাখ ৫৯ হাজা ৭৬০টি শেয়ারের মুনাফা হয়েছে ৪০ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ২০০ টাকা।
একইভাবে বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১৪ টাকা ১০ পয়সা। তাতে কোম্পানির ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার শেয়ারের বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে ১৭৪ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকা।
এদিন মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা। তাতে কোম্পানিটির ৩ কোটি ৮৫ লাখ ৫০ হাজার ২০০টি শেয়ারে মুনাফা হয়েছে ২৪ কোটি ৬৭ লাখ ২১ হাজার ২৮০ টাকা।
বিবিধ খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বেড়েছে ১০ টাকা ৮০ পয়সা। তাতে কোম্পানির ৮৯ লাখ ২৮ হাজার ৯১টি শেয়ারের মুনাফা হয়েছে ৯ কোটি ৬৪ লাখ ২৩ হাজার ৩৮২ টাকা।
আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা। তাতে কোম্পানির ৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ১৫৩ট শেয়ারের মুনাফা হয়েছে ৬১ কোটি ৬০ লাখ ৭৮ হাজার ৯ টাকা।
হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলসের শেয়ারের দাম ৬ টাকা ৩০ পয়সা বেড়েছে লেনদেন হয়েছে ৬৯ টাকা ৮০ পয়সা। তাতে কোম্পানির ১ কোটি ৯০ লাখ শেয়ারের মুনাফা হয়েছে ১১কোটি ৯৭ লাখ টাকা।
মেট্রো স্পিনিংয়ের শেয়ার ৩ টাকা ৫০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ২৮ টাকা ৮০ পয়সায়। তাতে কোম্পানির ৬ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ২৭৫টি শেয়ারের মুনাফা হয়েছে ২১ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার ৯৬২ টাকা।
রতনপুর স্টিল রি-রোলিং মিলিস লিমিটেডের শেয়ার ১ টাকা ৯০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ২১ টাকা ১০ পয়সাতে। তাতে কোম্পানির ১০ কোটি ১১ লাখ ৮৯ হাজার ৮৮টি শেয়ারের মুনাফা হয়েছে ১৯ কোটি ২২ লাখ ৫৯ হাজার ২৬৭ টাকা।
এছাড়াও ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারের দাম ১ টাকা ৮০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ২০ টাকা ৪০ পয়সা। তাতে কোম্পানির ১৬কোটি ৫৮ লাখ ৭৪ হাজার ১৯৫টি শেয়ারে মুনাফা হয়েছে ২৯ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৫৫১ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বুধবার দরপতনের পর বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের শঙ্কা ছিল বৃহস্পতিবারও (২৫ আগস্ট) পুঁজিবাজারে দরপতন হতে পারে। পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ বেশ কিছু জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে অর্ধদিবস হরতাল ছিল। এ কারণে বিনিয়োগকারীদের উপস্থিতিও কম হতে পারে।
কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে দরপতনের পরিবর্তে পুঁজিবাজারে উত্থান হয়েছে। আর তাতে বিনিয়োগকারীদের মুনাফা বেড়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট।
এমআই/এসকেডি