বিজ্ঞাপন, নাকি ফিল্ম? ক্রিয়েটিভ ডিরেক্টর, নাকি ফিল্ম ডিরেক্টর? কপিরাইটাররা ফিল্মমেকার হতে চান নাকি ফিল্মমেকারদের কপিরাইটার হওয়া জরুরি? সৃজনশীল পেশার এমন বিবিধ বিষয়ে বাহাস উসকে দিতে সম্প্রতি কপিশপ আয়োজন করল কপি কলরব ৫ম পর্ব।

বিজ্ঞাপন, চলচ্চিত্র ও গল্পকথন— এই তিনটি আন্তঃসম্পর্কিত বিষয়ে আলাপের এ আসরে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন ছবিয়াল’র স্থপতি বরেণ্য বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যেকোনো সফল কমিউনিকেশনের জন্য কপিরাইটিংয়ের সঙ্গে নির্মাণের যে গভীর, অগভীর ও সুগভীর সম্পর্ক, বক্তা ও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত আলোচনায় সেটি উঠে আসে।

বনানীর বৈঠক ক্যাফেতে নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় অর্ধশত কপিরাইটার, শিল্পী, নির্মাতা, উদ্যোক্তা ও মার্কেটিং প্রফেশনালদের অংশগ্রহণে কপিরাইটিং, ফিল্ম মেকিং ও বিজ্ঞাপনের বিভিন্ন দিক নিয়ে এ আড্ডা জমে ওঠে।

কফিশপ আয়োজিত অভিজ্ঞান শেয়ারের এই অনন্য উদ্যোগ দেশজুড়ে ক্রমেই প্রশংসা ও জনপ্রিয়তা পাচ্ছে। যা দেশের বিজ্ঞাপনের গণ্ডি পেরিয়ে সৃজনশীল পেশায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। উপস্থিত সবাই এমন অভিনব আয়োজনের ধারাবাহিকতা অটুট রাখার অনুরোধ জানান।

কপিশপ’র কিউরেটর মুশফিকুর রহমান পাভেল বলেন, কপিরাইটার ও বিজ্ঞাপনসহ অন্যান্য সৃজনশীল পেশার দক্ষতার উন্নয়নে একটি প্রাতিষ্ঠানিক ক্ষেত্র তৈরি করাই কফি শপ’র মূল উদ্দেশ। ‘কপি কলরব’ সেই বিস্তৃত পরিসরে প্রবেশের প্রথম ধাপ। সমমনা বন্ধু সহকর্মীদের নিয়ে আপাতত অনিয়মিতভাবে অনুষ্ঠিত হলেও আগামীতে আরও নিয়মিত পরিসরে কপি কলরব অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসএসএইচ