আইএফআইসি ব্যাংকে শিশুদের চিত্রাঙ্কন উৎসব
প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে আইএফআইসি ব্যাংকে কর্মরতদের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন উৎসব।
গত শনিবার (১৫ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়। এ বছরের অঙ্কনের প্রতিপাদ্য ছিল ইচ্ছা, কল্পনা, স্বপ্ন।
বিজ্ঞাপন
এই প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু অংশ নেয়। আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের হাতে বই, সার্টিফিকেট, ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যাংকের কর্মীরা।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শিশুদের মাঝে সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে ২০১৭ সাল থেকে ব্যাংকের সব কর্মীদের সন্তানদের নিয়ে আইএফআইসি ব্যাংক আয়োজন করে আসছে এই চিত্রাঙ্কন উৎসব।
এমএইচএস