ডা. লাল পাথ ল্যাবস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি কর্পোরেট মেডিকেল সার্ভিসেস চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘স্নোটেক্স’ গ্রুপ ও ‘সারা’ লাইফস্টাইল লিমিটেড।

বুধবার (১৯ অক্টোবর) স্নোটেক্স গ্রুপের কর্পোরেট অফিসে ‘স্নোটেক্স গ্রুপ’, ‘সারা’ লাইফস্টাইল এবং ডা. লাল পাথ ল্যাবস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের পক্ষে স্নোটেক্স গ্রুপের এজিএম (কর্পোরেট এইচআর লিড) মো. তাসিবুল আলম তাসিব ও ডেপুটি ম্যানেজার (কর্পোরেট এইচআর) রাকিবুল ইসলাম শান্ত উপস্থিত ছিলেন।

অপরদিকে ড. লাল পাথ ল্যাবস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন, কান্ট্রি সেলস ম্যানেজার এএসএম খায়রুল আলম, এরিয়া সেলস ম্যানেজার শহীদ ইবনে হাসান ও শোয়েব আহমেদ শিশির প্রমুখ।

চুক্তিটির অধীনে স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইল লিমিটেডের ব্যবস্থাপক, কর্মচারীরা ডা. লাল পাথ ল্যাবস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবেন।

এসএসএইচ