কাস্টমসের ২৫৩ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি
কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।
প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৫৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
এনবিআরের দ্বিতীয় সচিব মো. মাসুদ রানার সই করা পৃথক দুই আদেশে একযোগে ২৫৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।
দেশের রাজস্ব খাতে গতিশীলতা ফেরাতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (৩ নভেম্বর) এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন ঢাকা পোস্টকে জানিয়েছেন।
বিজ্ঞাপন
বদলির আদেশে তাদের ১০ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।
রদ-বদলের তালিকা দেখতে ক্লিক করুন- তালিকা ১ ও তালিকা ২
আরএম/আরএইচ