যমুনা টিভির অবিশ্বাস্য মূল্য ছাড়ের দেশ সেরা অফার
কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্পোর্টস ইভেন্ট ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। বিশ্বকাপকে রাঙাতে ও এর উত্তেজনা ছড়িয়ে দিতে কোটি মানুষের আস্থায় ধন্য বাংলাদেশের এক নম্বর কোয়ালিটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘যমুনা এল ই ডি টিভি’ নিয়ে এসেছে অবিশ্বাস্য মূল্যছাড়ের দেশ সেরা অফার।
‘বিশ্বকাপের মাস্তিতে, খেলা দেখুন স্বস্তিতে’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন মডেলের যমুনা এল ই ডি টিভি কিনলেই ক্রেতাগণ পাবেন ৪৪% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা। বিগ সাইজ বিগ অফারে ৫৫ ইঞ্চি টিভি কিনলেই পাচ্ছেন নগদ ৩৪ হাজার টাকা মূল্য ছাড়। আরও আছে ০% ইন্টারেস্টে ই এম আই সুবিধা। এছাড়া সহজ কিস্তিতেও টিভি কিনতে পারবেন ক্রেতাগণ।
বিজ্ঞাপন
যমুনা এল ই ডি টিভিতে রয়েছে ৪ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর বিক্রয়োত্তর সেবা ৫ বছর। এছাড়াও এক্সচেঞ্জ অফারে যমুনা এল ই ডি টিভি কিনলে ৫৬% পর্যন্ত নগদ মূল্যছাড় পেতে পারেন।
এ অফারের বিস্তারিত বলতে গিয়ে বিপণন বিভাগের পরিচালক সেলিম উল্যা সেলিম বলেন, আমরা ফুটবল পাগল জাতি আর ফুটবল বিশ্বকাপের উম্মাদনা গ্রাম থেকে শহর সর্বত্র আন্দোলিত হয়। মানুষের এসব প্রয়োজন আয়োজনের সঙ্গে থাকতে এবং আমাদের ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিবেচনা রেখে যমুনা এল ই ডি টিভি নিয়ে এলো অবিশ্বাস্য মূল্যছাড়ের দেশ সেরা এ অফার।
বিজ্ঞাপন
মাত্র ৭ হাজার ৩৫০ টাকায় ২০ ইঞ্চি, ১১ হাজার ৮০০ টাকায় ২৪ ইঞ্চি, ১৪ হাজার ৮০০ টাকায় ৩২ ইঞ্চি, ২৯ হাজার ৮০০ টাকায় ৪২ ইঞ্চি স্মার্ট এল ই ডি কিনতে পারবেন। এছাড়া ও বিগ সাইজ বিগ অফারে অত্যাধুনিক প্রযুক্তির ফোর কে ইউ এইচ ডি এল ই ডি কিনলে পাচ্ছেন ৩৪ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্যছাড়।
বিশাল মূল্যছাড়ের অফারে, যমুনা এল ই ডি ও অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি কিনলে ক্রেতারা পাবেন বিভিন্ন সাইজ ও সুন্দর ডিজাইনের অসাধারণ সব মনকাড়া ফিচার।
সর্বাধুনিক প্রযুক্তির যমুনা টিভিতে রয়েছে আল্ট্রা হাই ডেফিনেশন ডিসপ্লে, বিল্ট ইন স্টরেজ, কম বিদ্যুৎ খরচ, মাল্টি স্ক্রিন শেয়ারিং, শ্রুতিমধুর ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম, ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউ অ্যাঙ্গেল, ভয়েস কন্ট্রোল ওয়াইফাই অ্যান্ড্রয়েডসহ নানা রকম ফিচার। আছে ৪ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যমুনা টিভির ক্রিস্টাল ক্লিয়ার ঝকঝকে ছবি চোখের কোনো ক্ষতি করে না।
এল ই ডি টিভির অফারের পাশাপাশি ক্রেতা সাধারণের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষে যমুনার সব ইলেকট্রনিক্স পণ্যে আকর্ষণীয় সব অফারের বিগ সেল চলছে সব প্লাজা, ডিলার শপ এবং অনলাইন স্টোরে।
এমএ