এসএমসি ফার্মাসিউটিক্যালসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর লা মেরিডিয়ানে হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটির উদ্বোধন করেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের এমডি আব্দুল হক। এসময় তিনি বাণিজ্যিক সাফল্যের জন্য ফার্মা বিভাগের প্রতিটি সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন জানান। 

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ফার্মাসিউটিক্যালসের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শেখ জাহিদুর রহমান। এরপর বক্তব্য রাখেন সোশ্যাল মার্কেটিং কোম্পানির চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম। 

এসএমসি এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের পরিচালক এবং সিদ্দিকুর রহমান চৌধুরী ফার্মা বিভাগের সার্বিক সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। 

অনুষ্ঠানে সিনিয়র ম্যানেজার-মার্কেটিং (ফার্মা), মোহাম্মদ মোশাররফ হোসেন এবং ন্যাশনাল সেলস ম্যানেজার (ফার্মা), হারুন-অর-রশিদ ২০২২-২০২৩ সালের জন্য তাদের পরিকল্পনা ও লক্ষ্য উপস্থাপন করেন। 

সভায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের একটি অন্যতম শাখা এসএমসি ফার্মাসিউটিক্যালস। আর্তমানবতার সেবা করা প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য। 

কেএ