মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের লোগো

শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ অর্থাৎ শেয়ারপ্রতি ১৫ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

বুধবার (২৩ ডিসেম্বর) কোম্পানির ৬১৭তম পর্ষদ সভায় ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগের বছর ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে কোম্পানিটি ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে শেয়ারহোল্ডারদের‍।

৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩০৭ কোটি ৯১ লাখ ৭৯ হ‍াজার ৭৪১টাকা। এর আগের বছর হয়েছিল ৩৭৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকা। যা আগের বছরের চেয়ে প্রায় ৭০ কোটি টাকা কম।

ফল বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ টাকা ৪৫ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ৩৫ টাকা ১১ পয়সা।

আলোচিত বছরে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪৮ টাকা ২১ পয়সা। এর আগের বছর এনএভি ছিল ১৩৪ টাকা ৩০ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৬ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টায় অনলাইনে সভাটি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি।

২০০৭ সালে তালিকাভুক্ত সরকারি এই প্রতিষ্ঠানটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। সরকারের কাছে প্রতিষ্ঠানটির শেয়ার রয়েছে ৫৮ দশমিক ৬৭ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩১ শতাংশ। সাধারণ বিনিয়োগাকরীদের হাতে রয়েছে ৯ শতাংশ এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪০ শতাংশ শেয়ার।

এমআই/এফআর