কয়েকটি ছবি ঝোলানো। তাতে আঁকা ফুল, নারী বা কারোর মুখাবয়ব। রয়েছে বেশ কিছু গহনা, হাতে তৈরি শো-পিস। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও এর পেছনের নির্মাতারা সাধারণ নন। তারা প্রত্যেকেই প্রতিবন্ধী। তাদের হাতে তৈরি নানা পণ্য দিয়ে সাজানো হয়েছে ‘যত্নের দোকান’।

ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী ‘হোপ ফেস্টিভ্যালে’ প্রতিবন্ধীদের হাতে তৈরি পণ্যের সমাহার নিয়ে যত্নের দোকান সাজিয়েছে কানেক্টিং ডিসঅর্ডারস। 

কানেক্টিং ডিসঅর্ডারের কো-ফাউন্ডার মাসুম বিল্লাহ ঢাকা পোস্টকে বলেন, আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি।শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের আমরা প্রশিক্ষণ প্রদান করি। আমাদের সঙ্গে বর্তমানে ৩০ জন প্রতিবন্ধী শিল্পী কাজ করছেন। এছাড়া আমাদের প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য স্পিচ থেরাপিরও ব্যবস্থা আছে। ডাউন সিনড্রোম বিষয়ে আমাদের ই বুক রয়েছে। প্রতিবন্ধীদের হাতে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের দোকান।

আরও পড়ুন : দারিদ্র্য বিমোচনের নতুন মডেল ‘শূন্য থেকে পূর্ণ’  

‘হৃদয়ে বাংলাদেশ’, ‘সম্ভাবনার শক্তি’ এবং ‘যে পৃথিবী আমরা গড়তে চাই’ এই তিনটি প্রতিপাদ্যকে সামনে রেখে আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী আয়োজিত হচ্ছে ব্র্যাকের হোপ ফেস্টিভ্যাল।

উৎসবে দর্শকদের জন্য থাকবে আবহমান বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতির সম্মিলন – পুঁথি-পাঠ, গল্প পাঠের আসর, বায়স্কোপ, পুতুল নাচ, শিশুদের খেলার জগৎসহ দিনব্যাপী নানা প্রদর্শনী।

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে ফেস্টিভালটি।

ওএফএ/এসকেডি