ভালোবাসা দিবস উপলক্ষে বরাবরের মতো এবারও বিশেষ আয়োজন করেছে দেশের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। হোটেলটি অতিথিদের জন্য বিশেষ গল্প প্রতিযোগিতা, বিশেষ ছাড়, মাসব্যাপী বিশেষ রুম প্যাকেজসহ নানা আয়োজন রেখেছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অতিথিরা ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় কাটানো রোমান্টিক মুহূর্তগুলোর গল্প বলার সুযোগ পাবেন। প্রতিযোগিতার বিজয়ীরা পাবেন তাদের প্রিয়জনের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বিশেষ ভ্যালেন্টাইন ডে ডিনারের আমন্ত্রণ।

ভালোবাসার মৌসুমটিকে বরণ করে নিতে মাসব্যাপী বিশেষ রুম প্যাকেজের ‌‘রোমান্টিক এসকেপেড’ প্যাকেজে থাকছে স্যুইট রুম, ‘এলেমেন্টস’ রেস্টুরেন্টে বুফে ডিনার ও বুফে ব্রেকফাস্টের ব্যবস্থা। এছাড়াও থাকছে বিশেষ কেক, ফুড ও বেভারেজ আউটলেটসে ২৫ শতাংশ ছাড় এবং লন্ড্রি সার্ভিস। প্যাকেজটির মূল্য ধরা হয়েছে ২২ হাজার টাকা। প্যাকেজটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

‘ওয়াও রুম প্যাকেজ’ যেটি শুধুমাত্র ১৪ ফেব্রুয়ারি সীমিত সংখ্যক অতিথিরা উপভোগ করতে পারবে। প্যাকেজটিতে থাকছে ফুল টাইম বাটলার সার্ভিস ‘প্রেসিডেন্সিয়াল স্যুইট’ রুমে। প্রথম দিন ৭ কোর্সের ইন-স্যুইট রুমে ডিনার, পারসোনাল মিউজিশিয়ান এবং এক ঘণ্টার প্রোফেশনাল ফটোগ্রাফি। দ্বিতীয় দিন ইন-রুম ব্রেকফাস্ট ও ৫-কোর্সের ইন-স্যুইট রুমে লাঞ্চ। এছাড়াও থাকছে ‘পিকাপ অ্যান্ড  ড্রপ’ সার্ভিস। প্যাকেজটির মূল্য ৭৫ হাজার টাকা, সঙ্গে যুক্ত হবে ভ্যাট।

১৪ ফেব্রুয়ারি ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে রয়েছে বিশেষ ডিনারের আয়োজন। ‘এলেমেন্টস’ অল ডে ডাইনিং রেস্টুরেন্টে নান্দনিক সজ্জায় ভ্যালেন্টাইন বুফে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। যেখানে ভিন্ন খাবারের পরিবেশনা থাকছে। আরও থাকছে চকলেট বক্স, লাইভ মিউজিক এবং রোমান্টিক সারপ্রাইজ। বুফের মূল্য জনপ্রতি ৭ হাজার ৫০০ টাকা। নির্ধারিত ব্যাংক কার্ডে থাকছে বোগোর ব্যবস্থা।

‘প্রাইভেট গাজিবো’ এবং ‘আকুয়া ডেকে’ রয়েছে কাপলদের জন্য বিশেষ ডিনার আয়োজন। বসন্তের স্নিগ্ধ বাতাসে খোলা আকাশের নিচে উপভোগ করতে পারেন বারবিকিউ বুফে ডিনার। এজন্য জন প্রতি ব্যয় করতে হবে ৬ হাজার ৫০০ টাকা। এখানেও নির্ধারিত ব্যাংক কার্ডে থাকছে বোগোর ব্যবস্থা। এছাড়া ‘দ্য এম্বার রুম’ রেস্টুরেন্টে ৬-কোর্সের কাপল ডিনার ১৫ হাজার টাকা ধরা হয়েছে প্রতি কাপলের জন্য। সঙ্গে থাকছে ওয়েলকাম ড্রিংক ও লাইভ ভায়োলিন। ‘ক্যাফে সোশ্যাল’ ক্যাফে রেস্টুরেন্টে থাকছে স্পেশাল চকলেট বক্স এবং হার্ট শেপ বিশেষ কেক।

এছাড়া ভ্যালেন্টাইন ডিনার করে জিতে নিতে পারেন ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট, ডায়মন্ডের কানের দুল এবং আংটি। অতিথিদের পছন্দের অফারটি বেছে নেওয়ার জন্য রিজার্ভেশন করতে হবে +৮৮০২৫৫৬৬৩০৩ নাম্বরে কল করে।

এমএইচএন/এমএ