ত্রৈমাসিক জিডিপি করবে বিবিএস, প্রথম ফল ডিসেম্বরে
মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ত্রৈমাসিক প্রতিবেদন করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এই ত্রৈমাসিকের প্রথম ফল প্রকাশ করা হবে আগামী ডিসেম্বরে।
মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বিবিএস আয়োজিত ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং কর্তৃক সাম্প্রতিক সম্পাদিত কার্যক্রম অবহিতকরণ সংক্রান্ত কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রথম কোয়ার্টারে (জুলাই-সেপ্টেম্বর ২০১৩) ত্রৈমাসিক জিডিপি ডিসেম্বর ২০২৩-এ প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিবিএস। উল্লেখ্য, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী কোনো কোয়ার্টারের কিউজিডিপি পরবর্তী ৯০ থেকে ১০০ দিনের মধ্যে প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া ত্রৈমাসিক জিডিপি একটি চলমান প্রক্রিয়া হিসেবে পরবর্তী সময়ে নিয়মিতভাবে প্রকাশ করা হবে।
ব্যুরোর পরিচালক জিয়াউদ্দীন আহমেদ জানান, জিডিপির ভিত্তি বছর ২০১৫-১৬ ধরাতে সার্বিকভাবে জিডিপি ১৯.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তনশীল অর্থনৈতিক অবকাঠামোর হালনাগাদ চিত্র যথাযথ প্রতিফলন নিশ্চিত করার লক্ষ্যে বিবিএস সম্প্রতি স্থূল দেশজ উৎপাদ বা জিডিপি’র সংশোধন এবং ভিত্তিবছর ২০০৫-০৬ থেকে ২০১৫-১৬ এ পরিবর্তনের কাজ সম্পন্ন করেছে। বিবিএস জিডিপি সংশোধন প্রক্রিয়ায় জাতিসংঘের সুপারিশগুলো যথাযথভাবে অনুসরণ করে বিধায় বাংলাদেশের জাতীয় হিসাব বিশ্বের যেকোনো দেশের জাতীয় হিসাবের সঙ্গে তুলনাযোগ্য।
বিজ্ঞাপন
জিডিপির ভিত্তিবছর পরিবর্তনের জন্য বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং বিভিন্ন নিয়মিত শুমারি, জরিপের তথ্য, বিভিন্ন দপ্তর-সংস্থার সেকেন্ডারি তথ্য ব্যবহার করার পাশাপাশি আটটি বিশেষ জরিপ পরিচালনা করেছে।
ব্যুরোর পরিচালক বলেন, ২০১৫-১৫ ভিত্তি বছরে কৃষি খাতে ১৪.৮ শতাংশ, শিল্প খাতে ৩৬.১ শতাংশ ও সেবা খাতে ১৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনে দেশের অর্থনীতি গতিশীলতা পাবে।
ব্যুরো জানায়, বিবিএস ব্যবহারকারীদের সুবিধার জন্য ২০১৫-১৬ কে ভিত্তিবছর ধরে ১৯৭২-৭৩ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ৫০ বছরের জিডিপির হিসাব প্রাক্কলন করে ‘বাংলাদেশের পঞ্চাশ বছরের জাতীয় হিসাব পরিসংখ্যান’ শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। একই প্রকাশনায় ১৯৭২-৭৩ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত বিভিন্ন সময়ে প্রকাশিত সংশ্লিষ্ট ভিত্তিবছরের জিডিপির হিসাবও পাওয়া যাবে।
বিবিএস সম্প্রতি মজুরি হার সূচক, বাড়ি ভাড়া সূচক, নির্মাণ সামগ্রী সূচক এবং উৎপাদকের মূল্য সূচকের ভিত্তি বছরও পরিবর্তন করেছে। এসব সূচকও জিডিপি নির্ণয়ে হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া বিবিএস শিল্প উৎপাদন সূচকের ভিত্তি বছরও সম্প্রতি পরিবর্তন করেছে। যা শিল্প উৎপাদনের গতিপ্রকৃতি পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। সরকার কর্তৃক ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং সম্প্রতি ২০১৫-১৬ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের কাজ সম্পন্ন করেছে। ২০২২-২৩ অর্থবছরের ৪ কোয়ার্টারের কিউজিডিপি নভেম্বর ২০২৩ এর মধ্যে সম্পন্ন হবে।
ব্যুরোর ‘ইমপ্রুভমেন্ট অব জিডিপি কম্পাইলেশন অ্যান্ড রিবেজিং অব ইন্ডিসেস প্রকল্প’র ব্যবস্থাপনায় অংশীজনদের অবহিত করা হয়। পরিসংখ্যান সচিব শাহনাজ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদগণ ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
এসআর/কেএ