ভোক্তাদের উন্নত পণ্য ও সেবা প্রদানের লক্ষ্যে দেশের সর্ববৃহৎ আইটি ডিস্ট্রিবিউশন এবং এন্টারপ্রাইজ সলিউশন কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড তাদের ডিস্ট্রিবিউশন ব্র্যান্ডের পরিবারে যুক্ত করেছে ডিসপ্লে সলিউশনের গ্লোবাল লিডার নিউলাইনকে। 

১৯৯৬ সালে যাত্রা শুরুর পর থেকেই গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আইটি ভোক্তাদের আস্থা অর্জন করতে পেরেছে। এরই মধ্যে ১০০টির বেশি ব্র্যান্ড নিয়ে সফলতার সাথে ডিস্ট্রিবিউশন ব্যবসা পরিচালনা করে আসছে কোম্পানিটি। 

অপরদিকে দিকে ইন্টারেকটিভ ডিসপ্লে সলিউশনের অন্যতম গ্লোবাল লিডার নিউলাইন। ইউজার ফ্রেন্ডলি ডিসপ্লে সলিউশন প্রদানের মাধ্যমে এরই মধ্যে ভোক্তাদের কাছে খ্যাতি অর্জন করেছে ব্র্যান্ডটি।

এ বিষয়ে গ্লোবাল ব্র্যান্ড এর হেড অফিসে উভয় প্রতিষ্ঠানের মাঝে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, প্রফেশনাল অডিও-ভিডিও সলিউশন এর হেড অব বিজনেস মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম, নিউলাইনের রিজিওনাল ডিরেক্টর দেবা প্রতিম চৌধুরী, কাস্টমার এক্সিলেনস ম্যানেজার অরবিন্দ লাল এবং কোম্পানির সাথে জড়িত আরও অনেকে। 

এই যৌথ উদ্যোগের ফলে সব শ্রেণির বাংলাদেশি আইটি ভোক্তারা আরও সহজে নিউলাইনের মাল্টি-টাচ ক্যাপিবিলিটি, ওয়ারলেস কানেক্টিভিটি এবং বিস্তৃত সফ্টওয়্যার অ্যাপ্লিকেশনের সাথে কম্প্যাটিবিলিটি ইত্যাদি আরো অনেক অ্যাডভান্সড ফিচার সম্পন্ন ইন্টারেকটিভ ডিসপ্লে সলিউশন ও সার্ভিস গ্রহণ করতে পারবেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড থেকে। 

কেএ