প্রতিবছরের মতো এবারও 'রেভ অন দা গো' ক্যাম্পেইনের মাধ্যমে ইয়ামাহা বাংলাদেশ বাইকারদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারাদেশের ৬টি হাইওয়ে লোকেশনে (চট্টগ্রাম-কুমিল্লা হাইওয়ে, ঢাকা-আরিচা রোড, সিরাজগঞ্জ, মাওনা, নরসিংদী ও শিবচর, মাদারীপুর) মোটরসাইকেলের সার্ভিস নিশ্চিত করেছে। 

গত ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইয়ামাহা বাংলাদেশ তাদের সার্ভিস ক্যাম্পেইনটি মাদারীপুরের শিবচরের পাচ্চর গোলচত্বরে বর্ধিত করে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে ইয়ামাহা।  

রেভ অন দা গো ক্যাম্পেইনের ইয়ামাহা ইউজারসহ সব ব্র্যান্ডের বাইক ইউজাররা সার্ভিস সাপোর্ট নিতে পারবেন। ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো বাইকারদের ঈদযাত্রা নির্বিঘ্ন করা। এছাড়াও বাইকারদের জন্য যাত্রাপথে বিশ্রামের ব্যবস্থাও রেখেছে ইয়ামাহা এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের পার্টস এবং লুব্রিকেন্টের ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট রয়েছে।

এসিআই মটরসের সঙ্গে ইয়ামাহা যাত্রা শুরুর পর থেকেই সার্ভিসের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। যে কারণে দেশব্যাপী তাদের সার্ভিস এর আলাদা সুনাম রয়েছে।

জেডএস