শমরিতায় বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা পাবেন সিএমজেএফ সদস্যরা
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সদস্য ও তাদের পরিবারবর্গ এখন থেকে শমরিতা হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন।
এ লক্ষ্যে শনিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালের বোর্ড রুমে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিজ্ঞাপন
শমরিতা হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. এ বি এম হারুন এবং সিএমজেএফের পক্ষে সাধারণ সম্পাদক আবু আলী এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় সিএমজেএফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আনোয়ার সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজম, শমরিতা হাসপাতালের ডায়াবেটিক কনসালটেন্ট ডা. সাইফুদ্দিন আহমেদ সজীব, শমরিতা হাসপাতালের প্রধান অর্থ কর্মকর্তা (সিপএফও) জাহিদুল ইসলাম, হেড অব ইন্টারনাল অডিট আনোয়ার হোসেন, সিএমজেএফ কার্যনির্বাহী সদস্য বাবুল বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ সময় শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.এবিএম হারুন বলেন, চুক্তি অনুসারে সিএমজেএফের কোনো সদস্য অসুস্থ হলে হাসপাতালে আসার সাথে সাথেই চিকিৎসা শুরু হবে। দেশের বেসরকারি খাতে প্রতিষ্ঠিত প্রথম তিনটি হাসপাতালের মধ্যে একটি শমরিতা হাসপাতাল। এ হাসপাতাল গত ৩৯ বছর ধরে সুনামের সঙ্গে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। শমরিতা হাসপাতাল একমাত্র পুঁজিবাজারে তালিকাভুক্ত হাসপাতাল। সিএমজেএফ সদস্যদের স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ আন্তরিক থাকবে শমরিতা।
সিএমজেএফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সিএমজেএফ তার সদস্যদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি তাদের সার্বিক কল্যাণে নানাভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছে। শমরিতা হাসপাতালের সঙ্গে চুক্তির মধ্য দিয়ে এ সেবায় নতুন মাত্রা যুক্ত হচ্ছে।
তিনি বলেন, দেশে স্বাস্থ্যসেবায় বেহাল অবস্থা বিরাজ করছে। সরকারি খাতের হাসপাতালগুলোতে চিকিৎসা পাওয়া খুবই কঠিন। অন্যদিকে বেসরকারি খাতের হাসপাতালের ব্যয় বহন করা অনেকের জন্য বেশ কষ্টসাধ্য। অনেক হাসপাতালের চিকিৎসা সেবার মান নিয়েও প্রশ্ন রয়েছে। শমরিতা হাসপাতালের সঙ্গে চুক্তির ফলে সিএমজেএফ সদস্যদের চিকিৎসাপ্রাপ্তি কিছুটা সহজ হবে বলে আমাদের আশা।
উল্লেখ, এ চুক্তির আওতায় সিএমজেএফ সদস্যরা হাসপাতালের কেবিন ভাড়া, সকল ধরনের পরীক্ষা, সার্জিক্যাল টিমের ফি, সার্ভিস চার্জ এবং জরুরি কনসালটেন্সি ফি’র ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।
এমআই/এসকেডি