শেয়ারহোল্ডারদের হতাশ করল প্রাইম ইসলামী লাইফ
শেয়ারহোল্ডারদের হতাশ করল পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ২০২১ সালে শেয়ারহোল্ডারদের নামমাত্র লভ্যাংশ দিলেও ২০২২ সালে কোনো লভ্যাংশ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ২০০৭ সালে বিমা খাতের তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ সভায় ২০২২ সমাপ্ত বছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞাপন
এ সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ছয় নভেম্বর। ওই দিন দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর।
কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তার আগের ২০২০ সালে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি পাঁচ লাখ ২০ হাজার ২৩০ টি। আজ দিনের শুরুতে শেয়ারটির মূল্য ছিল ৫২ টাকা ৭০ পয়সা।
এমআই/এমএ