পর্যটন স্পটগুলোতে টাইম শেয়ারিং কার্ড সেবা চালু
বাংলাদেশে অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পকে সহজভাবে বিকশিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের ব্র্যান্ড 'ডি মোর হোটেল অ্যান্ড রিসোর্ট’এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে চিত্র নায়ক ফেরদৌস আনুষ্ঠানিকভাবে কার্ডটির উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সুইট ড্রিম ম্যানেজমেন্টের চেয়ারম্যান লায়ন জিকে লালার সভাপতিত্বে দেশের প্রথম টাইম শেয়ারিং কার্ড সেবা উদ্বোধনী অনুষ্ঠানে কার্ডধারী পর্যটকদের বিভিন্ন সুবিধা তুলে ধরেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক (মার্কেটিং) মহিউদ্দিন খান খোকন, কোম্পানির জেনারেল ম্যানেজার অরবিন্দু চৌধুরী। চিত্রনায়ক জায়েদ খানসহ বিভিন্ন অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জানানো হয়, দেশের আকর্ষনীয় পর্যটন এলাকা যেমন কক্সবাজার, বান্দরবান, সাজেক, শ্রীমঙ্গল, কুয়াকাটা, চট্টগ্রাম ও ঢাকায় ‘ডি’ মোর হোটেল অ্যান্ড রিসোর্ট চালু করা হয়েছে। আগামীতে রাঙ্গামাটি ও সেন্টমার্টিনেও শিগগিরই চালু করা হবে। পর্যটকদের সারা বছর নিশ্চিত আবাসন সেবা প্রদানের সুবিধার্থে ‘ডি’ মোর হোটেল অ্যান্ড রিসোর্ট কর্তৃক টাইম শেয়ারিং কার্ড সেবা চালু করা হয়েছে। টাইম শেয়ারিং কার্ডধারী পর্যটকরা নির্দিষ্ট সময় পর্যটন স্পটগুলোতে ‘ডি মোর’ ব্রান্ডের হোটেল অ্যান্ড রিসোর্টগুলোতে অবস্থান করে সেবা গ্রহণের সুবিধা পাবেন।
এমআই/এসএম