আবারো শেখ মুজিব শিল্প পুরস্কার অর্জন করলো সুপার স্টার গ্রুপ
ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগত মানসম্পন্ন পণ্য তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সুপার স্টার ইলেক্ট্রিক্যাল অ্যাক্সেসরিজ লিমিটেড হাইটেক শিল্প ক্যাটাগরিতে 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার, ২০২২' অর্জন করেছে।
এসএসজির পক্ষে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে শিল্প উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে শিল্পখাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে এ পুরস্কার দেওয়া হয়।
বিজ্ঞাপন
আধুনিক ইলেক্ট্রিক্যাল পণ্যসামগ্রী প্রস্তুত, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগত মানসম্পন্ন পণ্য বিপণনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সচেষ্ট সুপার স্টার ইলেক্ট্রিক্যাল অ্যাক্সেসরিজ লিমিটেড দেশের শিল্প বিকাশে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ অর্জন করেছে এই গৌরবময় পুরস্কার।
এর আগেও সুপার স্টার ইলেকট্রনিক্স লিমিটেড শিল্পখাতে অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার অর্জন করেছিল।
বিজ্ঞাপন
জেডএস