শান্তিনগর ও বেইলি রোডে ডোমিনোজ পিৎজা’র দুটি স্টোরের উদ্বোধন
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পিৎজা চেইন ডোমিনো’জ পিৎজা ঢাকার শান্তিনগর এবং বেইলি রোডে উদ্বোধন করেছে তাদের ২২ ও ২৩তম স্টোর। গ্রাহকদের 'চিজি হ্যাপিনেস'র সুযোগ দিতে গত ৮ অক্টোবর থেকে ডোমিনো’জ পিৎজা আনুষ্ঠানিকভাবে তাদের এই দুটি শাখার যাত্রা শুরু করে।
বাংলাদেশে ডোমিনো’জ পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দ্বারপ্রান্তে।
বিজ্ঞাপন
পাইপিং হট পিৎজা, গার্লিক ব্রেড, চকো লাভা কেক ছাড়াও অন্যান্য সুস্বাদু খাবার ও ডেজার্ট সরবরাহ করতে ডোমিনো’জ পিৎজা সর্বদা সচেষ্ট। এই স্টোর দুটির উদ্বোধনের সময় ডোমিনো’জ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সঙ্গে উপস্থিত ছিলেন 'আপন ফাউন্ডেশন'র ছাত্র-ছাত্রীরা, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে।
জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেছেন, ডোমিনো’জ পিৎজা খুব দ্রুতই বাংলাদেশে সম্প্রসারিত হচ্ছে। শান্তিনগর এবং বেইলি রোডে দুটি স্টোর খুলতে পেরে আমরা বেশ আনন্দিত। ঢাকা সিটিতে আমাদের ক্রমবর্ধমান গ্রাহকদের চাহিদা মেটাতে আমরা ক্রমাগত আমাদের স্টোর নেটওয়ার্ক প্রসারিত করছি। এই সম্প্রসারণ আমাদের মূল্যবান গ্রাহকদের সুস্বাদু পিৎজা দেওয়ার প্রতিশ্রুতির প্রমাণ।
বিজ্ঞাপন
শান্তিনগর এবং বেইলি রোডে অল্প সময়ের মধ্যেই হট এবং ফ্রেশ পিৎজা পেতে ডোমিনো'জ পিৎজা হবে গ্রাহকদের আদর্শ ব্র্যান্ড।
শান্তিনগর এবং বেইলি রোডসহ বর্তমানে ঢাকায় ডোমিনো’জ পিৎজার সর্বমোট ২৩টি আউটলেট আছে।
জেডএস