ভোক্তাদের জন্য 'লাখপতি কুল অফার' নিয়ে এসেছে কোমল পানীয় ব্র্যান্ড ক্লেমন। প্রতিদিন ক্যাপের নম্বর মিলিয়ে ভোক্তারা জিতে নিতে পারবেন এক লাখ টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লেমনের ফেসবুক পেইজে ঘোষণাকৃত নম্বরগুলোর সঙ্গে ক্যাপের নিচের নম্বর সঠিকভাবে মেলানোর পর অংশগ্রহণকারীকে www.clemonlakhpoti.com এ লগ ইন করে নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে হবে এবং প্রতিটি ক্যাপের ভেতরের ছবি আপলোড করতে হবে। যারা সফলভাবে নির্দিষ্ট ঐ নাম্বারগুলো মেলাতে পারবেন, তাদের মধ্য থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে।

প্রতিদিন একজন বিজয়ী পাবেন এক লাখ টাকা। 

বিজয়ীদের নাম ক্লেমনের ফেসবুক পেইজে (www.facebook.com/clemoncleardrink) প্রকাশ করা হচ্ছে এবং ক্যাম্পেইন চলাকালীন বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর করা হচ্ছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে।

এ বিষয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. মাইদুল ইসলাম বলেন, এ বছর 'লাখপতি কুল অফার' নিয়ে এসেছে ক্লেমন। ভোক্তাদের জন্য আমাদের এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমজে