দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবার (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের মুনাফা বেড়েছে ২২ গুণ। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ৮৮ কোটি ১০ লাখ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪ কোটি টাকা।

চলতি বছরের সর্বশেষ তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বিকাশ। প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ব্রাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান।

বিকাশ শুধু মাত্র সর্বশেষ ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর)  মুনাফা করেছে ৪৯ কোটি ৮৭ লাখ ৪৯ হাজার টাকা। আগের বছর একই সময়ে মুনাফার পরিমাণ ছিল ৪৬ কোটি ৫৪ লাখ ৯ হাজার টাকা। আলোচ্য সময়েও কোম্পানিটির মুনাফা বেড়েছে।

২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিকাশের ৪২ কোটি টাকা লোকসান হলেও জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা হয়েছে ৪৬ কোটি টাকা। তাই ২০২২ এর সেপ্টেম্বর শেষে কোম্পানিটির মুনাফা হয়েছিল ৪ কোটি ৭ লাখ টাকা ।

এসআই/কেএ