বহদ্দারহাটে যমুনা ইলেকট্রনিক্সের ডিলার শোরুম
বন্দর নগরী চট্টগ্রামের বহদ্দারহাটের পারভেজ আলম চৌধুরী মার্কেটে সোমবার ‘চিশতিয়া কর্পোরেশন’ এক্সক্লুসিভ ডিলার শোরুমের উদ্বোধন করা হয়েছে। নিত্যনতুন চাহিদা ও গ্রাহক সন্তুষ্টির কথা মাথায় রেখে যমুনা ইলেকট্রনিক্স দেশব্যাপী ডিলার সম্প্রসারণের কাজ করছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের বহদ্দারহাটে যমুনা এক্সক্লুসিভ ডিলারের পথচলা শুরু।
উদ্বোধনী অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ ডিলার চিশতিয়া কর্পোরেশনের স্বত্বাধিকারী লায়ন এম আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ সামশুল আলম, আবুল কালাম কন্টাক্টর, হুমায়ুন কবির, নাছির উদ্দিন শাহ, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইদ্রিস, অ্যাডভোকেট ধৃতিমান আইচ, নজরুল ইসলাম, কাবেদুর রহমান কচি, মোহাম্মদ কাউছার, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সাইফুদ্দিন, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার রকিবুল হাসান, জোনাল ম্যানেজার বিশ্বজিৎ চৌধুরী, আব্দুল্লাহ আল আহসান হিমেলসহ গণ্যমান্য ব্যক্তিরা।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত অতিথিরা দেশের বৃহৎ ও শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্সের উৎপাদিত পণ্যের মান ও গুণাবলী তুলে ধরেন। এছাড়া ভবিষ্যৎ ব্যবসায়িক প্রবৃদ্ধি, মুনাফাসহ বিভিন্ন দিক-নির্দেশনাও তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ক্রেতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এ শোরুম থেকে গ্রাহকরা আন্তর্জাতিকমানের যমুনা ব্র্যান্ডের সব হোম ।অ্যাপ্লায়েন্সেসসহ যাবতীয় কিচেন অ্যাপ্লায়েন্স ক্রয় করতে পারবেন। শুধু তাই নয়, গ্রাহকদের জীবনকে সহজ, সাবলীল ও নিষ্কণ্টক রাখতে বিক্রয় পরবর্তী সার্ভিসও পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষ্যে সব পণ্য ক্রয়ে ২০ শতাংশ নগদ মূল্য ছাড় সুবিধা রয়েছে।
বিজ্ঞাপন
জেডএস