রাজধানীর মোহাম্মাদপুরে উদ্বোধন হলো ইয়ামাহার প্রথম ২এস সেন্টার ক্রিসেন্ট এন্টারপ্রাইজের। বুধবার (২২ নভেম্বর) মোহাম্মাদপুরের বাঁশবাড়ি রোডে এ সেন্টারের উদ্বোধন করা হয়। 

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই মটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, সিনিয়র জেনারেল ম্যানেজার হিরোশি সেতোগাওয়াসহ ইয়ামাহা মোটর জাপান ও এ সি আই মটরস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশাল জায়গাজুড়ে গড়ে ওঠা ২তলা ২এস সেন্টারের ১ম তলা’তে গ্রাহকরা মটরসাইকেলের বিক্রয়োত্তর সেবা নিতে পারবেন। আর ২য় তলায় রয়েছে স্পেয়ার পার্টস ও সেফটি গিয়ার ক্রয়ের সুবিধা। এছাড়াও গ্রাহক সুবিধার কথা চিন্তা করে শো-রুমটিতে রাখা হয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা।

প্রসঙ্গত, এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ১১৬টির ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার) ডিলার পয়েন্ট রয়েছে।

পিএইচ