নৌ-অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষা করে জাহাজের সিরিয়াল অব্যাহত
নৌপরিবহন অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষা করে চট্টগ্রাম বন্দর থেকে ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের (আইভোয়াক) সিরিয়াল অব্যাহত রাখা ও ভাড়াটিয়া গুন্ডা দিয়ে জাহাজে হামলা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইভোয়াকের অবৈধ কর্মকাণ্ডের কথা তুলে ধরেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নূরুল হক।
বিজ্ঞাপন
লিখিত বক্তব্যে মো. নুরুল হক বলেন, নৌ পরিবহন অধিদপ্তরের নির্দেশনা উপক্ষো করে আইভোয়াকের নামে গুটিকয়েক পণ্যের এজেন্ট নতুন সিরিয়াল দিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে জাহাজে পণ্য পরিবহন করে নৌ সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলছে। যা চলতি বছরের ২১ ডিসেম্বর জরুরি নৌ বিজ্ঞপ্তিকে উপেক্ষা করছে। এ পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভিওএ), কোয়াব এবং আইভোয়াকের সব প্রতিনিধিদের নিয়ে যৌথসভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগের মতো ডব্লিউটিসির মাধ্যমে পণ্য পরিবহনে কার্গো আনা নেওয়া অব্যাহত থাকবে।
নুরুল হক আরও বলেন, তারা সে সিদ্ধান্ত উপেক্ষা করে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে জাহাজ মালিকদেরকে জোরপূর্বক জিম্মি করে আইভোয়াক থেকে পণ্য নেওয়ার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গত ২৭ ডিসেম্বর মেঘনা-গজারিয়াতে ডব্লিউটিসির সিরিয়ালভুক্ত জাহাজে ভাড়াটিয়া গুন্ডা দিয়ে অতর্কিত আক্রমণ চালিয়ে এবং তাদেরকে আইভোয়াক থেকে পণ্য পরিবহনে চাপ প্রয়োগ করে এবং আমাদের অনেক জাহাজের কর্মচারীকে মারধর করেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। এ বিষয়ে নারায়ণগঞ্জের সদর থানায় মামলা করা হয়েছে। আমরা এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় ও নৌ পরিবহন অধিদপ্তরকেও অবহিত করি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি বলেন, একদিকে আলোচনা, আবার অন্যদিকে আইন লঙ্ঘন করে সরকারের নির্দেশনাকে তোয়াক্কা না করে সমগ্র সেক্টরকে জিম্মি করার মাধ্যমে জাহাজ মালিকদের পাওনা প্রায় ৬৫০ কোটি টাকা লোপাট করার এ ষড়যন্ত্রের হোতাদের আমরা চিহ্নিত করেছি। অচিরেই এ সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কাউকে ছাড় দেওয়া হবে না। তাছাড়া আইভোয়াক নির্বাচনের আগে সারা বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহনে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে।
তাই অবিলম্বে জাহাজ মালিকদের বকেয়া টাকা উদ্ধার ও পূর্বের ন্যায় সিরিয়ার দিয়ে জাহাজ পরিচালনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইকবাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক কাজী আব্দুল করিম, সহ-সভাপতি জি এম ছারোয়ার, যুগ্ম সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা।
এমএইচএন/পিএইচ