পুঁজিবাজারে আবারও শেয়ার বিক্রির হিড়িক
করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলাকালে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির হিড়িক পড়েছে। শেয়ার বিক্রির চাপে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ এপ্রিল) সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও পরে তা কমতে থাকে। একইসঙ্গে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও।
এদিন লেনদেনের প্রথম ১৫মিনিটে ডিএসইর সূচক বাড়ে ২৩ পয়েন্ট। এরপর শুরু হয় শেয়ার বিক্রির চাপ। এই শেয়ার বিক্রিকে কেন্দ্র করে শুরু হয় সূচকের ওঠানামা। যা এখনও অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১ পয়েন্ট।
এই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৬৮ লাখ ৯২ হাজার টাকা। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের দাম।
বিজ্ঞাপন
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৮৭ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
এমআই/এসকেডি