জন্ম-মৃত্যু নিবন্ধন ফি’র ৩৩ লাখ টাকা আত্মসাতে দুদকের মামলা
জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি’র প্রায় ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জের এক ইউনিয়ন চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. মনোয়ারুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আসামিরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, দাউদপুর ইউনিয়ন পরিষদের সচিব শামিম মিয়া এবং বন্দর ইউনিয়নের সাবেক সচিব মোহাম্মদ ইউসুফ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে বন্দর ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাবদ আদায়কৃত ৩৩ লাখ ৭২ হাজার টাকা সরকারি ব্যাংক হিসাবে জমা দেইনি। এ ছাড়াও তারা জালিয়াতির আশ্রয় নিয়ে বন্দর ইউনিয়ন পরিষদে একই ব্যক্তির নামে দুইটি জন্ম নিবন্ধন আইডি তৈরি করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
আরএম/এমজে