সিআরপির চিকিৎসা নেওয়া রোগীদের পুনর্বাসন করবে যমুনা গ্রুপ
দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, জন্মগত শারীরিক প্রতিবন্ধী ও মানসিকভাবে অক্ষম এবং অসমর্থদের চিকিৎসায় সহায়তা দেবে যমুনা গ্রুপ। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে সিআরপির চিকিৎসা শেষে রোগীদের প্রশিক্ষণের মাধ্যমে গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানে পুনর্বাসন করা হবে বলেও জানিয়েছে দেশের অন্যতম এই শিল্পগোষ্ঠী।
সোমবার (১৫ জানুয়ারি) দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে গ্রুপের প্রধান কার্যালয়ে চিকিৎসা সহায়তায় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ ও সিআরপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বিজ্ঞাপন
যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলামের উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম ও সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন।
অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামীম ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতায় যমুনা গ্রুপের দ্বার সবসময় উন্মুক্ত। তাই দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, জন্মগত শারীরিক ও মানসিকভাবে অক্ষম এবং অসমর্থদের সর্বোত্তম চিকিৎসা প্রদানে সিআরপির মাধ্যমে সহায়তা করা হবে। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে সিআরপির চিকিৎসা শেষে রোগীদের প্রশিক্ষণের মাধ্যমে যমুনা গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে পুনর্বাসন করা হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এসময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক (এইচসিএম বিজনেস অপারেশন) মো. আফসার উদ্দিন, পরিচালক-মার্কেটিং লুকমান বিন আরিফ, জিএম-অ্যাকাউন্টস মো. সারোয়ার মজুমদার, জিএম-গ্রুপ সিএসআর মো. শহিদুল ইসলাম, হুরেইন ফেব্রিক্স সিএমও আবদুল হাকিম, সিআরপির ম্যানেজার মো. মাহেদুল ইসলামসহ অন্যান্যরা।
যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, বিভিন্ন সামাজিক কাজে যমুনা গ্রুপ সব সময় কাজ করে আসছে। এ ধারাবাহিকতায় যমুনা গ্রুপ সিআরপির সঙ্গে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে। সিআরপিতে চিকিৎসা নেওয়া মানুষদের আমরা বিভিন্নভাবে সহায়তা করব। পাশাপাশি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো- আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সিআরপির চিকিৎসা প্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত করা।
এসময় বক্তারা বলেন, শুরুতে যমুনা গ্রুপ সিআরপির মাধ্যমে চিকিৎসা, থেরাপি, পুনর্বাসন, সহায়ক ডিভাইস এবং প্রযুক্তি, ইনকামিং জেনারেটিং কার্যক্রম ও শিক্ষা খাতে অসহায় ও অসমর্থ মানুষদের সহায়তা করবে। পাশাপাশি সিআরপির সঙ্গে যুক্ত থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রমে সহযোগিতা ও উন্নয়নে অংশীদার হিসেবে পাশে থাকবে যমুনা গ্রুপ।
পিএইচ