ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এর আয়োজনে
ফ্যাশন এন্ড লাইফস্টাইল মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত
ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এর আয়োজনে ‘ফ্যাশন এন্ড লাইফস্টাইল মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) ঢাকার ওয়েস্টিন হোটেলে এই আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসা ও মার্কেটিং এর সঙ্গে জড়িত বিভিন্ন শাখার ৩৪ জন বক্তা ১০টি সেশনে বক্তব্য দেন।
এদিন ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এর নিজস্ব ম্যাগাজিন বিজনেস ব্রিলিয়ানয এর চতুর্থ সংখ্যা উন্মোচন করা হয়। এই সংখ্যায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এপেক্স ফুটওয়্যার লিমিটেডের বোর্ড চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীকে প্রচ্ছদ করে তার জীবন ও কর্ম নিয়ে ফিচার কাভার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের উদ্যোগে প্রথমবারের মত এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ইয়েলোর হেড অফ রিটেইল অপারেশনস হাদি চৌধুরী বলেন, বর্তমান সময়ের ফ্যাশন ও লাইফ স্টাইল মার্কেটিং এবং বিজনেস প্রসারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আয়োজিত এই ফেস্টে প্রধান অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।
আয়োজন নিয়ে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ এর ফাউন্ডার ও প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, যাত্রার শুরু থেকেই ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ দরকারি ও কার্যকরী বিষয়ে মার্কেটিং ফেস্ট আয়োজন করে আসছে। ফ্যাশন ইন্ডাস্ট্রির উদ্যোগ এবং ব্যবসাগুলো কিভাবে আরও ইউনিক ফ্যাশন ক্রিয়েট করতে পারে, বিশ্বব্যাপী বাংলাদেশি ব্র্যান্ডকে চেনাতে পারে এবং নিজেদের সাসটেইনেবল ভেঞ্চার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে তা নিয়েই এই মার্কেটিং ফেস্টের আয়োজন।
সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের সোহরাব হোসেন গুড্ডু।
এমএসএ