ভারতের বাজারে ২৯ হাজারে মিলছে দেড় টন এসি!
ভারতের বাজারে দীর্ঘ দিন ধরে আধিপত্য ধরে রেখেছে টাটা। বিভিন্ন সময় স্বল্পমূল্যে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেওয়ায় তাদের বেশ সুনাম রয়েছে। টাটা গ্রুপ—মটরস, ইলেক্ট্রনিকসহ বিভিন্ন পণ্য দিয়ে ভারতীয় বাজারে জালের মতো একছত্র আধিপত্য গড়েছে। এবার অবিশ্বাস্য কম দামে এয়ার কন্ডিশনার (এসি) বিক্রির ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দিয়েছে টাটা।
জানা গেছে, ২০২৪ মডেলের ক্রোমা ফোর ইন ওয়ান কনভার্টেবল ১.৫ টন থ্রি স্টার ইনভার্টার স্প্লিট এসিটির এমআরপি ৪২ হাজার রুপি। তবে ছাড়ের পর ভারতীয়রা এটি ৩০৯৯০ রুপিতে কিনতে পারবেন। এছাড়া তাৎক্ষণিক আইসিআইসি ব্যাংক থেকে পেমেন্ট করলে আরও ২ হাজার রুপি ছাড় পাওয়া যাবে। এর ফলে মাত্র ২৯ হাজারে মিলছে দেড় টনের এসি!
বিজ্ঞাপন
কী আছে এই এসিতে-
এসিটি খুব ভালো কুলিং অফার করছে। এছাড়া খুব ভালো ডিজাইন পাচ্ছেন ক্রেতারা। ইনভার্টার এসি হওয়ায় এটি বিদ্যুৎও খুব ভালো সাশ্রয় করে।
বিজ্ঞাপন
» ১.৫ টন স্প্লিট ইনভার্টার এসি, থ্রিস্টার রেটিং।
» কপার কনডেন্সার
» ১ বছরের সার্বিক ওয়ারেন্টি, কম্প্রেসারে ১০ বছরের ওয়ারেন্টি।
» ১৮০ বর্গফুট পর্যন্ত কক্ষের জন্য।
» বিদ্যুৎ খরচ ১৭২০ ওয়াট।
» ডাস্ট ফিল্টার, স্ব-নির্ণয় সিস্টেম।
আরও পড়ুন
এদিকে ভোল্টাসের ২০২৩ মডেলের একটি এসিও বেশ ট্রেন্ডে রয়েছে। এটিও টাটার পণ্য। কিন্তু এটি কিনতে খরচ করতে হবে ৩২৪৯০ রুপি। এছাড়াও আইসিআইসি ব্যাংক ভালো একটি ডিসকাউন্টও দিচ্ছে।
এমএসএ