গেল ১ অক্টোবর ছিল আন্তর্জাতিক কফি দিবস। দিবসটি উপলক্ষ্যে লা  মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে একটি বিশেষ মিট অ্যান্ড গেট ইভেন্ট। 

বিশ্বব্যাপী লা মেরিডিয়ান হোটেল ব্র্যান্ডের সাথে কফির রয়েছে একটি ঐতিহ্যবাহী সম্পর্ক। সেই ধারাবাহিকতায় ১-১০ অক্টোবর লা মেরিডিয়ান হোটেলের কফি হাব ল্যাটিচিউড ২৩ ক্যাফেতে আয়োজন করা হচ্ছে স্পেশাল  কফি মেনু। এই আয়োজনের মধ্য দিয়ে আধুনিক পর্যটন ব্যবস্থায় শিল্প, সংস্কৃতি এবং কুলিনারি ব্যবস্থার একটি মেলবন্ধন খুঁজে পাওয়া যাবে। 

লা মেরেডিয়ান ঢাকা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এই আয়োজনে।  

আন্তর্জাতিক কফি দিবসে কফিকে একটি বিশেষ পানীয় হিসাবে প্রচারণা ও উদযাপন করা হয়। ২০১৫ সালের পহেলা অক্টোবর ইতালির মিলান শহরে ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশনের সূচনা হয়। সেই সাথে এই দিনটিতে কফির প্রচারণার সাথে  কফির উৎপাদনে  জড়িত দুর্দশাগ্রস্ত কৃষকদের বাস্তব অবস্থা  আন্তর্জাতিকভাবে তুলে ধরা হয়। 

এনএফ