এলাকাভিত্তিক লকডাউনেও খোলা থাকবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংক ভবন
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে মহানগর জেলা প্রশাসন স্থানীয়ভাবে লকডাউন জারি করলেও খোলা থাকবে ব্যাংক। সেখানে লেনদেনও চলবে। মঙ্গলবার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ থেকে এক সার্কুলার জরি করে সব তফসিলি ব্যাংকে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে মহানগর বা জেলা প্রশাসন কর্তৃক স্থানীয়ভাবে লকডাউন ঘোষিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে শাখার কর্মকর্তা ও কর্মীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে।
বিজ্ঞাপন
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার (২৫ মে) থেকে চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। এ সময় জেলায় দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ঠিক এমন সময় কেন্দ্রীয় ব্যাংক থেকে এ নির্দেশনা দেওয়া হলো।
বিজ্ঞাপন
এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময় আগের মতো সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। এছাড়া লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।
এসআই/এমএআর/