মানি লন্ডারিং প্রতিরোধে পুঁজিবাজার মধ্যস্থতাকারীদের জন্য মানিলন্ডারিং বিরোধী এবং সন্ত্রাসবাদে অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) যুগ্ম পরিচালক গাজী মনির উদ্দিন, বিএফআইইউয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান সহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন।

এএসএস/এআইএস