৫ মাসে রাজস্ব আদায় বেড়েছে ৩.১৯ শতাংশ
জাতীয় রাজস্ব বোর্ড - পুরাতন ছবি
চলতি ২০২০-২০২১ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ৩.১৯ শতাংশ প্রবৃদ্ধিতে ৮৭ হাজার ৯৩ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা গত অর্থবছরের তুলনায় ২ হাজার ২৮৯ কোটি ৫৯ লাখ টাকা বেশি। ২০১৯-২০২০ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৮৪ হাজার ৪০৪ কোটি ৫ লাখ টাকা।
তবে ঘাটতির হিসাবে এখনো অনেক পিছিয়ে রয়েছে বলে জানা গেছে। টাকার অংকে যার পরিমাণ ২৫ হাজার কোটি টাকার বেশি। তবে মহামারি করোনা পরিস্থিতিতে এমন ঘাটতির বিষয়টি অস্বাভাবিক বলে মনে করেন না এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
এনবিআরের পরসংখ্যান বিভাগের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, রাজস্ব আদায়ে আমরা পিছিয়ে আছি। তবে করোনা মহামারির মধ্যে এমন প্রবৃদ্ধি আশাব্যঞ্জক। আশা করছি ভবিষ্যতে প্রবৃদ্ধি আরো ভালো হবে।
বিজ্ঞাপন
নভেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি আদায় হয়েছে ভ্যাট খাত থেকে। এ খাতে আদায় হয়েছে ৩৩ হাজার ৪৪৬ কোটি ৭৪ লাখ টাকা। আর শতাংশ হিসাবে সাফল্য দেখিয়েছে আমদানি ও রপ্তানী শুল্ক খাত।। এই খাতে লক্ষ্যমাত্রার বিপরীতে ৬.২৪ শতাংশ বেশি রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। এই খাতে আদায় হয়েছে ২৭ হাজার ৭১৩ কোটি ৬৩ লাখ টাকা।
অন্যদিকে নভেম্বর পর্যন্ত আয়কর খাতে ২৫ হাজার ৯৩৩ কোটি ২৭ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের একই সময় এই খাতে আদায় হয়েছিল ২৪ হাজার ৮৮৩ কোটি ৭৬ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৪.২২ শতাংশ।
এর মধ্যে শুধু ২০২০ সালের নভেম্বর মাসে আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে যথাক্রমে রাজস্ব আদায় হয়েছে ৫ হাজার ১৯৪ কোটি ৮ লাখ টাকা, ৮ হাজার ৩১ কোটি ৩৭ লাখ টাকা এবং ৫ হাজার ৯৪৮ কোটি ৪৯ লাখ টাকা। অর্থ্যাৎ নভেম্বর মাসে মোট ১৮ হাজার ৯৬৪ কোটি ৫৩ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ১.৯৮ শতাংশ। গত অর্থবছরের নভেম্বরে তিন সেক্টরে রাজস্ব আদায় হয়েছিল ১৮ হাজার ৫৯৫ কোটি ৯৭ লাখ টাকা।
চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। এরমধ্যে সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ কর থেকে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি এবং আমদানি শুল্ক থেকে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা আদায়ের লক্ষ্য ধরা হয়।
আরএম/এইচকে