কর কমিশনার মো. লুৎফুল আজীম ও মো. খাইরুল ইসলামকে কর বিভাগের সদস্য পদে পদোন্নতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১২ মার্চ) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সরকারি সচিব জাকির হোসেনের সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ মো. লুৎফুল আজীম রাজধানীর কর অঞ্চল-১ এবং মো. খাইরুল ইসলাম কর অঞ্চল-১০ এর  কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এনবিআরের অর্গানোগ্রাম অনুসারে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগে মোট ১৬টি পদ রয়েছে বলে জানা গেছে।

আরএম/এনএফ