অতিরিক্ত চার্জ ছাড়াই বিডিটিকিট-এ মিলবে ঈদের বাস টিকিট
আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে, দেশের অন্যতম অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকিট এবারও নিয়ে এসেছে ঈদ স্পেশাল বাস টিকেট অফার। যাত্রীদের ভোগান্তিমুক্ত যাত্রা নিশ্চিত করতে, বিডিটিকিট ২০ লক্ষাধিক বাস টিকেট বিক্রি করবে। তবে এতে কোনো অতিরিক্ত চার্জ দেওয়া লাগবে না।
প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষের জন্য টিকেট পাওয়া একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে এবং টিকেট কালোবাজারে অতিরিক্ত দামে বিক্রি করে। এতে সাধারণ যাত্রীদের প্রচণ্ড ভোগান্তির শিকার হতে হয়। তবে বিডিটিকিট সবসময় চেয়েছে যাত্রীদের সাশ্রয়ী ও ঝামেলাহীন টিকেটিং সুবিধা দিতে। সেই লক্ষ্যেই এবারের ঈদে বিডিটিকিটস নিশ্চিত করছে দেশের সেরা বাস সার্ভিসের টিকেট, যা পাওয়া যাবে সব রুটে, নির্ধারিত মূল্যে এবং কোনো অতিরিক্ত চার্জ ছাড়া।
বিজ্ঞাপন
টিকেট কাটতে লগইন করুন bdtickets অ্যাপে অথবা ভিজিট করুন https://www.bdtickets.com-এ! অথবা কল করুন যেকোনো সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে কল করুন— সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা।
বিডিটিকিটস- এর প্ল্যাটফর্ম থেকে গ্রাহকরা দীর্ঘ লাইনের ঝামেলা এড়িয়ে ঘরে বসেই অনলাইনে নিজের পছন্দের টিকেট বুক করতে পারবেন। দেশের যে কোনো জায়গা থেকে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে যাত্রীরা তাদের প্রয়োজনীয় টিকেট মুহূর্তেই সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞাপন
ঈদে ঘরে ফেরার জন্য টিকেট কাটা সাকিব ইউসুফ বলেন, আগে বাসের টিকেটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। অনেক সময় টিকেট কিনতে গিয়ে শুনতে হতো টিকেট নেই। তারপর অতিরিক্ত দাম ও চার্জ দিয়ে কালোবাজার থেকে কিনতে হতো। কিন্তু গত ঈদ থেকে আমি বিডিটিকিটস-এ টিকেট কাটি। তাই এখন নিশ্চিন্তে, অতিরিক্ত চার্জ ছাড়াই, ঘরে বসেই টিকেট কিনতে পারি।
বিডিটিকিট- এর ঈদ স্পেশাল অফারে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনা, ঢাকা-বরিশালসহ দেশের সব প্রধান রুটের টিকেট পাওয়া যাবে। যাত্রীদের নির্ভরযোগ্য সেবা প্রদানের লক্ষ্যে, বিডিটিকিট বিগত বছরগুলোতে ঈদসহ বিভিন্ন উৎসবে নিরবচ্ছিন্ন টিকেটিং সেবা দিয়ে আসছে। যাত্রীদের নিরাপদ ও নিশ্চিন্ত যাত্রা নিশ্চিত করাই বিডিটিকিট এর মূল লক্ষ্য।
ঈদ স্পেশাল বাস টিকেট অফারটি ইতোমধ্যেই চালু হয়েছে এবং আগ্রহী যাত্রীরা দ্রুতই তাদের টিকেট বুকিং নিশ্চিত করতে পারবেন। বিডিটিকিট সবসময় চায় যাত্রীরা যেন দ্রুত, সাশ্রয়ী ও নিশ্চিন্তভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। তাই এবারের ঈদে কোনো দুশ্চিন্তা ছাড়াই নির্ধারিত মূল্যে টিকেট বুক করতে এখনই ভিজিট করুন বিডিটিকিট- এর ওয়েবসাইট বা অ্যাপ।
এমএন