বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সহযোগিতা প্রদান অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। 

সোমবার (৩১ মে) বিজিএমইএ অফিসে সংগঠনটির সভাপতি ফারুক হাসানের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ।

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর পোশাক শিল্প যেসব চ্যালেঞ্জের মুখোমুখী হবে, সেগুলো মোকাবিলায় প্রস্তুতিসহ বিভিন্ন বাণিজ্য সংক্রান্ত বিষয়াবলী নিয়ে আলোচনা হয় বৈঠকে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে অব্যাহতভাবে বন্ধুভাবাপন্ন সহযোগিতা প্রদানের জন্য ডাচ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

বৈঠকে ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন, পলা সইনডেলার, সিনিয়র অ্যাডভাইজর-ইকোনোমিক অ্যাফেয়ার্স অ্যান্ড সিএসআর মাহজাবীন কাদের, বিজিএমইএর সহ-সভাপতি শাহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী এবং পরিচালক মহিউদ্দিন রুবেল উপস্থিত ছিলেন।

রোববার বিজিএমইএ সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেল। সাক্ষাৎকালে বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই উন্নয়ন এবং শিল্পকে আরও এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বি-পাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উপায়গুলো নিয়ে আলোচনা করেন তারা।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সহযোগিতা, সম্ভাব্য শুল্ক পরিবর্তন এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী পর্যায়ে বাংলাদেশ কিভাবে যুক্তরাজ্যের বাজার ধরে রাখতে পারে, সে বিষয়েও মতবিনিময় করেন তারা। বিজিএমইএ সভাপতি বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে বন্ধুভাবাপন্ন সহযোগিতা প্রদানের জন্য ডেপুটি ব্রিটিশ হাই কমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান।

এমআই/আরএইচ