সম্প্রতি আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডে হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, রেগুলেটরি অ্যান্ড কমিউনিকেশনস হিসেবে যোগদান করেছেন আনোয়ারুল আমিন।

এর আগে তিনি বাংলাদেশসহ এশিয়ার অন্য দেশে অগ্রণী বহুজাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। করপোরেট অ্যাফেয়ার্স, রেগুলেটরি কম্প্লায়েন্স এবং কমিউনিকেশনসে তার বিশদ অভিজ্ঞতা, নিয়ন্ত্রক মান নিশ্চয়তার মাধ্যমে উচ্চমান সম্পন্ন দুগ্ধ পণ্য তৈরিতে আরলার লক্ষ্যমাত্রা অর্জনে এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সহায়ক হবে।

আরলা ফুডসের ম্যানেজিং ডিরেক্টর লরেন্ট পন্টি বলেন, আরলা ফুডসে আনোয়রুল আমিনকে স্বাগতম জানাতে পেরে আমরা আনন্দিত। তার পূর্ববর্তী অভিজ্ঞতা এবং ব্যবসায়িক প্রজ্ঞা আমাদের আরও টেকসইভাবে গড়ে উঠতে এবং বাংলাদেশে আমাদের অবস্থানকে আরও দৃঢ় করতে সহায়ক হবে।

আরলা ফুডসে নতুন দায়িত্ব হিসেবে করপোরেট অ্যাফেয়ার্স, রেগুলেটরি কম্প্লায়েন্স এবং কমিউনিকেশনস সংক্রান্ত সব কর্মকাণ্ডে নেতৃত্ব দেবেন আনোয়ারুল। পাশাপাশি ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবেন তিনি।

আনোয়ারুল আমিন বলেন, আরলা ফুডসে যোগদান করে আমি আনন্দিত এবং প্রতিষ্ঠানটির উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা পালন করতে আমি প্রস্তুত। সব নিয়ম মেনে উন্নত মানের পণ্য তৈরিতে আরলা ফুডসের বিশেষ সুনাম রয়েছে। দুগ্ধখাতে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহী একটি প্রাণবন্ত কর্মীদলের অংশ হতে পেরে আমি গর্বিত।

এমএ