ঈদ উল ফিতর ২০২৫ উপলক্ষ্যে দেশের জনপ্রিয় ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ আয়োজন করে বিশেষ র‌্যাফেল ড্র। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পেয়েছেন একটি রয়েল এনফিল্ড বাইক, যা ছিল র‍্যাফেল ড্র’টির  মূল আকর্ষণ। 

সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় সারা’র নারায়ণগঞ্জের আউটলেটে আয়োজিত ফেসবুক লাইভে ‘গিভ অ্যাওয়ে’র মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন উপস্থাপিকা মৌসুমি মৌ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাফেল ড্রটিতে প্রথম পুরস্কার রয়েল এনফিল্ড জিতেছেন মো. মজিবর রহমান। দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ডাবল ডোর ফ্রিজ পেয়েছেন মো. মোশফিকুর রহমান। আর তৃতীয় বিজয়ী হয়েছেন এস এম আবু সায়েম। তিনি ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা আসা যাওয়ার একটি কাপল টিকিট পেয়েছেন।

অনুষ্ঠানে জানানো হয়, ঈদুল ফিতর ঘিরে ‘সারা’ লাইফস্টাইল থকে ন্যূনতম চার হাজার টাকার পণ্য কিনলে একটি কুপন দেওয়া হয়। সেই কুপনে ক্রেতার নাম ও মোবাইল নম্বর লিখে জমা দিয়েছেন ক্রেতারা।

এমজে