ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২২ মে) থেকে ৩ জুন পর্যন্ত সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে।
এই কার্যক্রমের আওতায় প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, প্রতিটি বিভাগীয় শহরে ১০টি করে এবং অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাক নিয়োজিত থাকবে।
বিজ্ঞাপন
এই কার্যক্রম প্রতিদিনই (শুক্রবার ও ছুটির দিনসহ) পরিচালিত হবে এবং চলবে আগামী ৩ জুন পর্যন্ত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এছাড়া, নিম্ন আয়ের 'স্মার্ট ফ্যামিলি কার্ড'ধারী পরিবারের মধ্যেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে।
সূত্র- বাসস
এমএসএ