bdtickets-এ রিটার্ন টিকিটে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ছাড়!
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শুরু হয়েছে দেশের অন্যতম বড় ভ্রমণ উৎসব। প্রতি বছরের মতো এবারও লাখো মানুষ রাজধানী ছেড়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন ও কুরবানি পালনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নিজ নিজ গন্তব্যে। ঈদের এই দীর্ঘ ১০ দিনের ছুটিকে আরও আনন্দময় ও আরামদায়ক করতে অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম bdtickets আগেভাগেই শুরু করেছে অগ্রিম বাস টিকিট বিক্রি। গ্রাহকেরা নিজের পছন্দের বাস ও সিট নির্বাচন করে ঘরে বসেই কেটে ফেলছেন ঈদের টিকিট!
এবার শুধু বাড়ি ফেরা নয়, ঈদের পর ঢাকায় ফেরা গ্রাহকদের জন্যও থাকছে বিশেষ সুযোগ। bdtickets নিয়ে এসেছে ঈদের রিটার্ন টিকেটে আকর্ষণীয় অফার। bdtickets-এ গ্রাহকরা রিটার্ন টিকিট কাটলেই মিলবে সর্বোচ্চ ১৫০ পর্যন্ত টাকা ছাড়, সঙ্গে নেই কোনো এক্সটা চার্জ!
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে গ্রাহক নাওঈদ রেজা জানান, চাকরি করে বাসটিকিট কাটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকি। আর ঈদের সময় টিকিট নিয়ে তৈরি হয় নানা সমস্যা। কিন্তু bdtickets আসার পর টিকিট কাটা নিয়ে তেমন ঝামেলা পুহাতে হয় না। আর এবার তারা ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। কোনো এক্সট্রা চার্জ ছাড়াই টিকিট কেটে পেয়েছি ১৫০ টাকা পর্যন্ত ছাড়।
এ অফারের মাধ্যমে গ্রাহকরা শুধুমাত্র অর্থ সাশ্রয় করতে পারবেন তা নয়, বরং অনলাইন বুকিংয়ের মাধ্যমে পাবেন তাৎক্ষণিক টিকিট কনফার্মেশন এবং সেরা বাসের পছন্দমতো সিট নির্বাচন করার সুবিধা।
বিজ্ঞাপন
bdtickets জানায়, ঈদে সবার যাত্রা হোক আরও আনন্দময়, আরও সাশ্রয়ী, সঙ্গে রিটার্নে টিকিটেও আছে বিশাল ছাড়!
এমএন