সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল প্রাণ-আরএফএল গ্রুপ
ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিবারের মতো এবারও ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে বিশেষ গিফট বক্স ও খাবার সরবরাহ করছে।
শনিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ঈদ মানেই আনন্দ, সবার সঙ্গে সেই আনন্দকে ভাগাভাগি করে নিতে আমরা এবারও ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন শুরু করেছি। প্রাণ-আরএফএল গ্রুপের নিত্যপ্রয়োজনীয় যেকোনো পণ্য কিনলে সেই অর্থের একটি অংশ বরাদ্দ রাখা হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উদযাপনের জন্য।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঈদে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে আমরা এ উদ্যোগ নিয়েছি। এ কর্মসূচিতে ভোক্তাদের অর্ন্তভুক্ত করা হয়েছে যাতে তারা আমাদের এ উদ্যোগকে সমর্থন করতে পারেন। সবার প্রতি সমানভাবে সম্মান আর যত্ন নিয়ে কাজ করার জন্য ‘ঈদ ফর অল’ উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আগমীতে আরও বড় পরিসরে এ ধরণের আয়োজন করা হবে।
এমএন