জতুন বাংলাদেশ কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড লাকসাম রোড এলাকায় তাদের নতুন নিউ রিটেইল কনসেপ্ট স্টোর চালু করেছে। সারাদেশে গ্রাহকদের রঙ কেনার অভিজ্ঞতা বদলে দেওয়ার মিশনের ধারাবাহিকতায় এটি তাদের সর্বশেষ সংযোজন।

আল-নূর বিল্ডিং মেটেরিয়ালস- এই স্টোরটিতে রয়েছে লাইভ স্যাম্পল ডিসপ্লে, আধুনিক লেআউট এবং একটি আকর্ষণীয় ও স্বাগতসূচক ডিজাইন—যা রঙ নির্বাচনকে আরও সহজ ও অনুপ্রেরণাদায়ক করে তোলে। এখন ঘর মালিক, পেইন্টার ও পেশাদাররা উন্নত পরিবেশে সরাসরি রঙ, টেক্সচার ও ফিনিশ সম্পর্কে ধারণা নিতে পারবেন।

জতুন বাংলাদেশের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং তারিকুল ইসলাম বলেন, প্রত্যেকটি নিউ রিটেইল কনসেপ্ট স্টোর আমাদের সেই ভিশনকে প্রতিনিধিত্ব করে, যেখানে আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডের রিটেইল অভিজ্ঞতা স্থানীয় বাজারে পৌঁছে দিতে চাই। কুমিল্লা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং এই নতুন স্টোর আমাদের ডিলারদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছে এবং গ্রাহকদের জন্য উন্নত অভিজ্ঞতা তৈরি করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জতুন ডিলার, পেইন্টার, ঠিকাদার এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এটি ঢাকায় এবং চট্টগ্রামে আগের সফল লঞ্চগুলোর পর জতুন বাংলাদেশের রোলআউটের আরেকটি মাইলফলক।