বাংলাদেশের সুবিধাবঞ্চিত সম্প্রদায় বিশেষত জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাসরতদের জন্য সুপেয় পানির ঘাটতি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সমস্যা সমাধানের লক্ষ্যে আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট (এআরএমটি) এবং ওয়াটারএইড বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

গত ২৩ জুন ঢাকার এসএসজি সেন্টারে এ চুক্তিতে এআরএমটি-র পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ এবং ওয়াটারএইড বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক জনাব আজমান আহমেদ চৌধুরী। 

এ সময় উপস্থিত ছিলেন- সুপার স্টার গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব তোফায়েল আহমেদ, ডিজিএম জনাব মো. শাহনেওয়াজ, এজিএম জনাব মো. মারুফ এবং ওয়াটারএইড বাংলাদেশের ‘GO4IMPact’ প্রোগ্রামের টিম লিডার জনাব সাঈফ মনজুর-আল-ইসলাম ও প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্পেশালিস্ট সাইদুজ্জামান পুলক।  

এই চুক্তির মাধ্যমে, স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (আইডব্লিউআরএম) ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রিক প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়াও আগামীতে সুবিধাবঞ্চিত অঞ্চলে, সমন্বিত জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য  ব্যবস্থাপনা প্রযুক্তি প্রয়োগ করে, নিরাপদ পানির সরবরাহ ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা হবে। 

উল্লেখ্য, সুপার স্টার গ্রুপের এমডি জনাব হারুন অর রশিদের উদ্যোগে এআরএমটি জলধারা প্রজেক্টের মাধ্যমে দেশব্যাপী ১০০টিরও বেশি দূর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা করেছে। এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত এই সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএন