রাজধানীর বনানীতে নতুন একটি শোরুম উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ‘হুর’। শোরুম উদ্বোধন উপলক্ষ্যে সব ধরনের পোশাকে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) নতুন শোরুমটি উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। শোরুমটি বনানী ১১ নম্বর সড়কের সার্কেল এসটেক ওবায়েদ গ্যান্ড প্লেসে অবস্থিত। 

নতুন শোরুমটি হুর-এর সমৃদ্ধি এবং গ্রাহকদের দেশি-বিদেশি সব ধরনের পোশাকের চাহিদা পূরণের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নারী, পুরুষ, শিশুসহ সব বয়সী ক্রেতার পোশাক এখানে পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি ৩০ থেকে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে।  

উদ্বোধনকালে সালমা ইসলাম বলেন, যমুনা গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা পালন করে যাচ্ছে। পোশাক শিল্পী হুর ইতোমধ্যে একটি সুন্দর নাম করেছে। হুরের এত সুন্দর পোশাক যা বাংলাদেশের সৃষ্টি। এখানে সব ধরনের মানুষ হুরের পোশাক কিনতে পারে। মধ্যবিত্ত থেকে আরম্ভ করে, উচ্চবিত্ত পর্যন্ত সবাই এখান থেকে পোশাক কিনতে পারে, এটা এমনভাবে সৃষ্টি করা হয়েছে। হুর ইতোমধ্যে মানুষের মন জয় করে ফেলেছে। হুরের কাপড় এত সুন্দর, এতো সুন্দর ডিজাইন এবং প্রিন্ট। হুরের পোশাক নিয়ে আমরা গর্ববোধ করতে পারি।

তিনি আরও বলেন, বনানী ও গুলশানে যারা আছেন তারা আর দূরে যেতে হবে না, তারা এই আউটলেটে এসে অনেক কিছু কিনতে পারবেন। ওয়ারী ও ধানমন্ডি ২৭ আউটলেট থেকে কিনতে পারবেন। 

উদ্বোধনের দিন ক্রেতা ও দর্শনার্থীদের ঢল ছিল। পণ্যের ছাড় পেয়ে অনেককে একাধিক জামা কিনতে দেখা গেছে। এসময় যমুনার গ্রুপের হুর কৌচার লিমিটেড হেড অব অপারেশন মুহাম্মদ মাহমুদ গানজিয়াল, হুরের হেড অব ডিজাইন অ্যান্ড ব্যান্ডিং তাহিরা আব্বান উপস্থিত ছিলেন। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব নারী আগে পাকিস্তানি থ্রি-পিস কিনতেন, এখন তারা হুর ব্র্যান্ডের পোশাক কিনছেন। তাই ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন ডিজাইনের পোশাক আনছে হুর ফ্যাশন। হুর সব সময় কাজ করে ফ্যাশনেবল প্রিন্ট, ঐতিহ্যবাহী ডিজাইন, রং এবং প্রকৃতির অনুপ্রেরণায়। এ ব্র্যান্ডের পোশাকগুলো তাদের ইউনিক নকশা ও মানসম্মত কাপড় হিসেবে পরিচিত।

এমএসআই/এসএম