জলসিঁড়িতে ‘ব্রাউনফিল্ড ইকবালস হ্যাভেনের’ যাত্রা শুরু
ঢাকার জলসিঁড়ি আবাসিক এলাকার আবাসন মানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে ‘ব্রাউনফিল্ড ইকবালস হ্যাভেন’।
বুধবার (৬ আগস্ট) এক জমকালো ‘গ্রাউন্ডব্রেকিং সেরেমনি’-এর মাধ্যমে প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
এটি শুধু একটি ভবন নয়, বরং আধুনিক জীবনযাত্রা এবং সাধ্যের মধ্যে উন্নত আবাসন প্রদানের এক নতুন দৃষ্টান্ত। জলসিঁড়ির এই প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাউনফিল্ড ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্যরা।
আরও উপস্থিত ছিলেন কম্পানির চেয়ারম্যান মো. আব্রাহাম লিংকন, ব্যবস্থাপনা পরিচালক মো. সজীব হাসান এবং পরিচালক মো. জাহিদ হোসাইন ও মো. আল মামুন। এই শুভক্ষণে জমির মালিক মেজর মো. ইকবাল হোসেন খান (অব.) ও তার পরিবারের সদস্যরা।
বিজ্ঞাপন
আব্রাহাম লিংকন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ব্রাউনফিল্ড ইকবালস হ্যাভেনের মাধ্যমে আমরা একটি আধুনিক, নিরাপদ এবং টেকসই আবাসনের প্রতিশ্রুতি দিচ্ছি। এটি মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষার প্রতিফলন।’
ব্যবস্থাপনা পরিচালক মো. সজীব হাসান বলেন, ‘আমরা কঠোর মাননিয়ন্ত্রণ এবং সময়সীমা মেনে কাজটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানকার বাসিন্দাদের জন্য নিরাপত্তা, উন্নত ডিজাইন এবং একটি শান্ত পরিবেশের পাশাপাশি সব অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।’
ব্রাউনফিল্ড ইকবালস হ্যাভেন প্রকল্পটি আধুনিক স্থাপত্যশৈলী, উন্নতমানের নির্মাণসামগ্রী এবং পরিবেশবান্ধব ডিজাইনের সমন্বয়ে তৈরি হচ্ছে। প্রকল্পটির উভয়পাশে সবুজে ঘেরা খেলার মাঠ রয়েছে, যা বাসিন্দাদের জন্য একটি মনোরম পরিবেশ নিশ্চিত করবে।
এই আবাসনটিতে উন্নতমানের বিদেশি ফিটিংস্ ব্যবহার করা হবে, যা এর মানকে আরো উন্নত করবে।
এমএসএ