অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ। একই সঙ্গে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ মোহাম্মদ মারুফ নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ হিসেবে।

এবিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গত ৩ আগস্ট এবিবির ১৭৭তম বোর্ড সভায় তাদের নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন।

এবিবি জানায়, ওই সভায় সংগঠনের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আগে বোর্ডে সদস্য সংখ্যা ছিল ৭ জন। এবার আরও ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে যুক্ত করে বোর্ড সদস্য সংখ্যা বাড়িয়ে ১৭ জন করা হয়েছে।

এসআই/এমএন